২০২৪ সালের ঈদুল আযহা কবে- কুরবানির ঈদ 2024 কত তারিখে

২০২৪ সালের ঈদুল আযহা কবে- কুরবানির ঈদ 2024 কত তারিখে এই বিষয়টি নিয়ে মুসলিম মা-বাবা, ভাই-বোনেরা জানার জন্য অনেকটাই অনুপ্রানিত। প্রতি বছরের ন্যায় এ বছরেও আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে ২০২৪ সালের ঈদুল আযহা। মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আযহা। ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানেরা ঈদুল আযহা পালন করে থাকে। দিনের হিসাবে যা সবোর্চ ৭০ দিনের হতে পারে। তো চলুন দেখে নিই কবে ঈদুল আযহা-কুরবানির ঈদ ২০২৪ কত তারিখে সবকিছুর বিস্তারিত-  


ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় আনন্দের উৎসব হলো ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ। সম্মানিত পাঠকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে ২০২৪ সালের ঈদুল আযহা কবে- কুরবানির ঈদ ২০২৪ কত তারিখে উদযাপিত হবে বাংলাদেশে তা নিয়ে আলোচনা করবো। তাই প্রত্যেক মুসলমান ভাই-বোনের কাছে অনুরোধ থাকবে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার। তবে চলুন জেনে  নিই-  ২০২৪ সালের ঈদুল আযহা কবে- কুরবানির ঈদ ২০২৪ কত তারিখে বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে। 

সারঃসংক্ষেপঃ ঈদুল আযহা ২০২৪-কুরবানি ঈদ নিয়ে 

বছর ঘরে আবারও আসছে আমাদের পবিত্র ঈদুল আযহা। সকল মুসলিম জাতির জন্য এই দিনটি অনেক আনন্দের।  ইসলাম ধর্মে দুটি ঈদের কথা উল্লেখ আছে-  ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতরের কিছুদিন পরেই শুরু হয় ঈদুল আযহা। মুসলিম ভাইবোনদের কাছে দ্বিতীয় আনন্দের দিন হল ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ । ঈদুল আযহা বা ঈদুল আদহা অর্থ হলো-  ‘ত্যাগের উৎসব’। 

আমরা অনেকেই এই  ঈদুল আযহাকে কুরবানির ঈদ নামে বেশি চিনে থাকি। এই দিনটিতে সকল মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকআত ঈদুল আযহার নামাজ আদায় করে এবং নামাজ শেষে আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও ঊট হালাল প্রাণী আল্লাহার নামে কোরবানি করেন। ইসলামি চন্দ্র পঞ্জিকা অনুযায়ী জ্বিলহজ্জ্বের ১০ তারিখে ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়। এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। তাহলে ঈদুল আযহা সম্পর্কে অজানা সকল তথ্য জানতে পারবেন।

ঈদুল আযহার ইতিহাস- কুরবানি ঈদের ইতিহাস

একজন মুসলমান হিসেবে আমাদের ঈদুল আযহার ইতিহাস জেনে রাখা উচিত। ইসলাম ধর্মের বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ-তায়ালা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম (আ:)-কে স্বপ্ন দেখালেন তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার আদেশ করা হলো। ‘তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর নামে কুরবানি কর’ এমন নির্দেশ দেওয়া হয়েছিল।

হযরত ইব্রাহিম (আ:) স্বপ্নের আদেশ পেয়ে প্রথমে তিনি ১০ (দশ) টি ঊট কুরবানি দিলেন এরপর পুনরায় সে একই স্বপ্ন দেখালে। এরপর সে ১০০ (একশত) টি ঊট কুরবানি দিলেন। এরপরও সে পুনরায় একই স্বপ্ন দেখালেন। এরপর এই মুহূর্তে তিনি ভাবলেন, আমার কাছে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি শিশু পুত্র ইসমাইল-কে নিয়ে যান কুরবানির উদ্দেশ্যে।

এ সময় শয়তান আল্লাহর নির্দেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। এরপর যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কুরবানি করবার জন্য ইসমাইল-এর গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি অনেক বিস্মিত হয়ে দেখলেন যে, তার পুত্র ইসমাইল-এর পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্র ইসমাইল- এর কোনো ধরনের ক্ষতি হয়নি বা কোনো ধরনের আঘাত পায়নি। মূলত এর পর থেকেই পৃথিবীতে কুরবানির প্রচলন শুরু হয়েছিল। আশা করি আপনি কুরবানির ইতিহাস সম্পর্কে কিছুটা ধারনা পেলেন।

ঈদুল আযহার কুরবানি করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী

👉 মুসলমান হওয়া
👉 পূর্ণবয়স্ক হওয়া
👉 বালেগ হওয়া
👉 সুস্থ হওয়া 
👉 স্বাধীন হওয়া
👉 নিসাব পরিমান েসম্পদের মালিক হওয়া 

নিসাব পরিমান সম্পদ হলো- যার মূল্য সাড়ে সাত ভড়ি সোনা বা সাড়ে বারো মন রূপা এর সমপরিমান সম্পদ। 

যে ব্যক্তি কুরবানি করবে, তার জন্য ঈদুল আযহার দিন সূর্য উদয় হওয়ার পর থেকে ঈদুল আযহার দিন সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত কুরবানি করার বৈধ। 

ঈদুল আযহা 2024-কুরবানির ঈদ কত তারিখে

এ বছর ঈদুল আযহা 2024 কত তারিখে হবে এই ব্যাপারে মুসলিম ভাই-বোনেরা খুব আগ্রহের সাথে জানতে চান। প্রতি বছর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয় আরবী ক্যালেন্ডারের জ্বিলহজ্জ্ব মাসের ১০ তারিখে। আর জ্বিলহজ্জ্ব মাস অনুযায়ী, এ বছর ১০ জ্বিলহজ্জ্ব হচ্ছে জুন মাসের ২৮ তারিখ। এই তারিখ অনুযায়ী সৌদিআরবে ঈদ অনুষ্ঠিত হবে। যদিও এটা সর্ম্পূর্ণ নির্ভর করছে চাঁদ দেখার উপর। 

যেহেতু আগে থেকে আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালন করা হয়।  ১৬ই জুন তারিখে বাংলাদেশের ঈদুল আযহা পালন করা হবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল) এ বছর ঈদুল আযহা 2024 কত তারিখে হবে তা জানতে পেরেছেন।  আরবি মাসের ক্যালেন্ডার দেখুন ঈদুল আযহা 2024 কত তারিখে হবে।

ঈদুল আযহা 2024-কত তারিখে সৌদি আরব

সৌদি আরবে এবছর ঈদুল আযহা ২০২৪ কত তারিখে হবে তা অনেকে জানতে চায়, কেননা  বাংলাদেশের প্রচুর ভাই-বোনেরা  সৌদি আরবে থাকেন কেন।  তারা ঈদুল আযহার সঠিক তারিখ জেনে ঈদুল আযহা উদযাপন করতে পারে। যেহেতু পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয় আরবি ক্যালেন্ডারের জ্বিলহজ্জ্ব মাসের ১০ তারিখে।  আর জ্বিলহজ্জ্ব মাস অনুযায়ী, এ বছর ১০ জ্বিলহজ্জ্ব হচ্ছে জুন মাসের 28 তারিখ। এই তারিখ অনুযায়ী সৌীধ আরবে ঈদ অনুষ্ঠিত হবে। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করছে চাঁদ দেখার উপর।  তাছারাও মধ্যপ্রাচ্যর দেশগুলোতে ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার পরের দিন বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়।

জ্বিলহজ মাসের রোজা ও আরাফাতের রোজা


আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ হলো পবিত্র আরাফাতের দিন।  যারা হজ্ব পালন করতে পবিত্র মক্কা শরীফে আসেন তারা এদিন আরাফাতের ময়দানে আসেন আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে। এখানে আল্লাহ-তায়ালার নিকট দোয়া  করলে সে মুসলিমদের দোয়া কবুল করেন।  হাজী মুসলমানরা আরাফাতের ময়দানের দিয়ে সারা দুনিয়ায় মুসলমানদের জন্য দোয়া করে সকল মুসলমান তাদের সাথে শরিক হয় রোজা রেখে। 


পবিত্র হাদিস অনুযায়ী,  এক লোককে নবীজি (স:) জিজ্ঞাসা করলাম জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের দিন আমরা যে রোজা রাখি তা কেন এতটা গুরুত্বপূর্ণ ?  তখন নবীজি (স:)  উত্তরে বলেন, যদি কেউ রোজা রাখে আরাফের দিন তার দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় সেখানে একটা বছর আগের বছর এবং আরেকটি বছর হলো পরের বছর।

কুরবানির পশু জবাই করার দোয়াঃ 

কুরবানী পশুর জবাই করার দোয়া সবারই জেনে রাখা প্রয়োজন।  কেননা হালাল প্রশির জবাই করার আগে দোয়া করার জরুরী।  নিচে কুরবানির পশু জবাই করার দোয়া উল্লেখ করা হলোঃ-

কুরবানি দোয়া আরবি উচ্চারণ- إني وجهاهتو زيلاجي فتاراس سماواتي والأردا على ملتي إبراهيم حنيفاو وما أنا منال المشركين إنا صلاتي ونسوكي وماهيا وماماتي زلاهي رابيل الأمين لا شريكة لاهو وبجاليكا عمرتو وأنا منال مسلمين بسم الله الله أكبر اللهمّا مينكا ولاكا

কুরবানি দোয়া বাংলা উচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু জিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি জিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহ আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

কুরবানির ঈদ 2024 বাংলাদেশে কত তারিখে 

কুরবানির ঈদ এ বছর কবে হবে তা জেনে রাখা প্রয়োজন। প্রতি বছর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয় আরবী ক্যালেন্ডারের জ্বিলহজ্জ্ব মাসের ১০ তারিখে। আর জ্বিলহজ্জ্ব মাস অনুযায়ী, এ বছর ১০ জ্বিলহজ্জ্ব হচ্ছে জুন মাসের ২৮ তারিখ। এই তারিখ অনুযায়ী সৌদিআরবে ঈদ অনুষ্ঠিত হবে। যদিও এটা সর্ম্পূর্ণ নির্ভর করছে চাঁদ দেখার উপর। যেহেতু আগে থেকে আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালন করা হয়।  ১৬ই জুন তারিখে বাংলাদেশের ঈদুল আযহা পালন করা হবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ঈদুল আযহা 2024 কত তারিখে এই বিষয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে নিশ্বচই। তবে চলুন জেনে নিই- সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তরগুলো। 

বাংলাদেশে কবে কুরবানির ঈদ হবে ? 

কুরবানির ঈদ অনুষ্ঠিত হয় প্রতি বছর জিলহজ্ব মাসের ১০ তারিখে। তাই এ বছর বাংলাদেশে ঈদুল আযহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে ১৬ জুন তারিখ রোজ রবিবারে। 

২০২৪ সালের ঈদুল আযহা কত তারিখে ? 

এ বছর ২০২৪ সালে ঈদুল আযহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে ১৬ জুন তারিখে। 

2024 সালের ঈদ কয়টি ? 

মুসলিমদের প্রধান দুটি আনন্দের অনুষ্ঠান হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা। তাই 2024 সালের ঈদ দুইটি- তা হলো- ঈদুল ফিতর ও ঈদুল আযহা। 

কুরবানির ঈদ হবে কবে ? 

এ বছর বাংলাদেশে ঈদুল আযহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে 2024 সালের 16 জুন তারিখে। রোজ- রবিবার। চাঁদ দেখার উপর নির্ভরশীর। 

শেষ কথাঃ ২০২৪ সালের ঈদুল আযহা কবে- কুরবানির ঈদ ২০২৪ কত তারিখে  

প্রত্যেক মুসলমান ভাই বোনের কাছে দ্বিতীয় আনন্দের অনুষ্ঠান হলো ঈদুল আযহা। তাই ঈদুল আযহা 2024  কত তারিখে এ ব্যাপারে মুসুল্লিদের জেনে রাখা প্রয়োজন।  সম্মানিত পাঠকবৃন্দ,  আজকে আমি আপনাদের সাথে ঈদুল আযহা 2024  আর কত তারিখে- কুরবানির ঈদ 2024 কত তারিখে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি আজকের পোস্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত রইলো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কৃষ্ণ কম্পিউটারস’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url